শিক্ষা-দীক্ষা জ্ঞান চর্চায় পিছিয়ে থাকা বোয়ালখালী পৌরসভাকে সত্যিকার জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হলে শিক্ষার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। সেই সাথে শিক্ষার পরিমাণগত সম্প্রসারনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎকর্ষের শীর্ষে নিয়ে যাওয়া জরুরী। প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃংখলা ও শিক্ষক বৃন্দের নিবিড় তত্ত্বাবধানের কারণে এই কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আত্নবিশ্বাসী ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মানবিক গুনাবলি সম্পন্ন হয়ে গড়ে উঠার সুযোগ পায়। বইমুখী বিজ্ঞানমনস্ক আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান ধারণা সমৃদ্ধ ইংরেজিতে পারদর্শী নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি মমত্ববোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদ সৃষ্টি এই কলেজের লক্ষ্য। নূন্যতম মেধার একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ মেধার একজন শিক্ষার্থীতে পরিণত করে উন্নত মূল্যবোধের অধিকারী এবং সবক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী তৈরি করার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ে এই কলেজের শিক্ষকবৃন্দ ও পরিচারনা পরিষদ দৃঢ় প্রতিজ্ঞ।