১৯৭০ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের আপ্রাণ চেষ্টায় তৎকালীন বোয়ালখালী থানার প্রাণকেন্দ্রে শিক্ষা বিস্তারের লক্ষ্যে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়।১৯৭২ সাল থেকে এ কলেজের ছাত্র/ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে আসছে।১৯৭৬ সালে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অনুরোধে কলেজের সাথে সম্পৃক্ত হন এবং তাঁর নামানুসারে কলেজের নামকরণ করা হয়। তিনি বহু অর্থ ও শ্রম দিয়ে এ কলেজের জন্য আখতারুল ইসলাম বিজ্ঞান ভবন নামে একটি ত্রিতল ভবন নির্মাণ করেন। ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এ কলেজটি ডিগ্রি কলেজ হিসেবে অধিভুক্তি লাভ করে।